Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Mutation Notice
Details

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা ভূমি অফিস
মুজিবনগর, মেহেরপুর

নোটিশ

 নোটিশ নং :২৫৩২তারিখ : ১৬/০২/২০২১
নামজারি মামলা নং : ১,০৮৬(IX-I)/২০২০-২১ বাদী :

১) নাম: মোছাঃ হাছিনা খাতুন (হাচিনা)
ঠিকানা: জং-মোঃ সাইফুল ইসলাম সাং- বিদ্যাধরপুর উপজেলা-মুজিবনগর জেলা-মেহেরপুর ।
মোবাইল নং: 01757711250

বিবাদী :

১) নাম: মোঃ বরকত আলী
ঠিকানা: পিং-মৃত ইছারদ্দিন সাং-মোনাখালী উপজেলা-মুজিবনগর জেলা-মেহেরপুর ।
মোবাইল নং: 01935513035
২) নাম: মোঃ আবু হানিফ
ঠিকানা: পিং-মৃত ইছারদ্দিন সাং-মোনাখালী উপজেলা-মুজিবনগর জেলা-মেহেরপুর ।
মোবাইল নং: 01935513035

 এতদ্বারা আপনাকে/আপনাদেরকে জানানো যাচ্ছে যে, আবেদনকারী/আবেদনকারীগণ নিম্নতপশীলভূক্ত সম্পত্তি নিজেদের নামে অন্যান্য সূত্রে রেকর্ড সংশোধন করে নেয়ার জন্য নিম্নস্বাক্ষরকারীর আদালতে আবেদন দাখিল করেছেন । সে মতে উল্লিখিত কেস চালু করা হয়েছে এবং তার তদন্ত শুনানির জন্য আগামী ২৩/০২/২০২১ খ্রি: ধার্য আছে ।

ধার্য তারিখে পক্ষদ্বয়কে স্বত্ব দাবীর স্বপক্ষে প্রয়োজনীয় কাগজপত্র ও স্বাক্ষী প্রমাণাদিসহ হাজির হয়ে স্ব-স্ব বক্তব্য পেশ অথবা কোন আপত্তি থাকলে তা লিখিতিভাবে দাখিল করতে বলা হলো । অন্যথায় আইনগতভাবে একতরফা শুনানীর দ্বারা মামলার নিষ্পত্তি করা হবে।
 

জমির তফসিল

মৌজা :মোনাখালী,জে.এল নং : ৪৩ ,উপজেলা:মুজিবনগর ,জেলা:মেহেরপুর
খতিয়ানের ধরন খতিয়ান নং খতিয়ানে মোট জমির পরিমাণ (একর) দাগ নং জমির পরিমান
আর.এস/বি.এস ৩০৭ ০.২১৫০০ ৮৮৭ ০.০০৪০০   একর
আর.এস/বি.এস     ৯৬৯ ০.০৩৭২০   একর
২৫৬৬ ০.০০৮৬০   একর
৩০০১ ০.০২৫২০   একর
৩০২৪ ০.০৫৭৪০   একর
৩০৪৫ ০.০৩৭২০   একর
৩১৯০ ০.০২৪৬০   একর
৩২২৯ ০.০২০৮০   একর
মোট জমির পরিমাণ ০.২১৫০০ (একর) কথায় শূন্য দশমিক দুই এক পাঁচ শূন্য একর মাত্র ।

১৬/২/২১
(নাজমুল আলম)
সহকারী কমিশনার (ভূমি)
উপজেলা ভূমি অফিস
মুজিবনগর, মেহেরপুর

Attachments
Publish Date
16/02/2021
Archieve Date
02/03/2021