আজ ২৩.০১.২০২১ খ্রি: তারিখে মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনে সংযুক্ত থেকে সমগ্র বাংলাদেশে ৬৬,১৮৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও একক গৃহ প্রদান করেন।
মুজিবনগর উপজেলা প্রান্তে সম্মানিত জেলা প্রশাসক, মেহেরপুর ড. মোহাম্মদ মুনসুর আলম খান মহোদয়ের উপস্থিতিতে ৪টি গৃহহীন পরিবারকে জমির দলিল ও খতিয়ান হস্তান্তর করা হয়।এসময় সম্মানিত সিভিল সার্জন, মেহেরপুর, সম্মানিত অতিরিক্ত পুলিশ সুপার, মেহেরপুর, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, মেহেরপুর, বিজ্ঞ পিপি, মেহেরপুর, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, মেহেরপুর, সম্মানিত চেয়ারম্যান, উপজেলা পরিষদ, মুজিবনগরসহ সম্মানিত কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুজিবনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব নাজমুল আলম পিএএ। জমি নির্বাচন থেকে ঘরের চাবি প্রদান পর্যন্ত সার্বিক দায়িত্ব সুচারুরূপে পালন করেন উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার।
ভূমি ও গৃহহীন থেকে রাতারাতি পাকা ঘরের মালিক! এ যেন একেবারে স্বপ্ন!
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার প্রমান করলেন দৃঢ় সংকল্প ও প্রচেষ্টা থাকলে সবই সম্ভব।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস