প্রাপ্য সেবা |
সেবা প্রাপ্তির পদ্ধতি |
প্রয়োজনীয় ফি |
নির্ধারিত সময় |
সেবা প্রদানের জন্য দায়িত্ব প্রাপ্ত কর্মচারী পদবী |
সেবা না পেলে আবেদন করতে হবে। |
|
ন্যূনতম |
সর্বোচ্চ |
|||||
নামজারী নাম খারিজ জমা একত্রিকরণ |
নামজারী, জমা ভাগ/ জমা একত্রিকরণ দরখাসেত্মর সাথে ১২.৫০ টাকা মূল্যমানের কোর্ট ফিসহ পূর্ণাঙ্গ বিবরণ (চাহিত তপসিল) লিখে মালিকানা সংক্রামত্ম যাবতীয় দলিল পর্চার সহি মোহর নকল সহকারী কমিশনার (ভূমি) এর বরাবরে উপজেলা (ভূমি) অফিসে আবেদন করতে হবে। |
আবেদন ফি ১২.৫০ |
২১ দিন |
২৮ দিন |
সহকারী কমিশনার (ভূমি), কানুনগো,সার্ভেয়ার,ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, নামজারী সহকারী। |
জেলা প্রশাসক বরাবর। |
খাস জমি বন্দোবসত্ম গ্রহণ |
ক) কৃষি খাসজমি স্থায়ী বন্দোবসত্ম ক্ষেত্রে ভূমিহীন কৃষক নির্ধারিত ফরমে উপজেলা ভূমি অফিসে পূর্ণাঙ্গ বিবরণসহ (ইউ.পি চেয়ারম্যান কর্তৃক ভূমিহীন সার্টিফিকেট ও স্বামী-স্ত্রীর সংযুক্ত সত্যায়িত ছবিসহ) আবেদন করতে হবে। |
আবেদন পত্রের সাথে ১০/- টাকা মূল্যের কোর্ট ফি সংযুক্ত করতে হবে। |
৩দিন |
৯দিন |
উপজেলা নির্বাহী অফিসের সহকারী কমিশনার (ভূমি), কানুণগো, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা। |
সচিব, ভূমি মন্ত্রণালয়ের বরাবর। |
খ) কৃষি খাস জমি একসনা বন্দোবসেত্মর ক্ষেত্রে উপজেলা ভূমি অফিসে পূর্ণাঙ্গ বিবরণসহ সহকারী কমিশনার (ভূমি)- এর বরাবর আবেদন করতে হবে। |
|
১২০ দিন |
১৮০ দিন |
|||
গ) অকিৃষ খাস জমির ক্ষেত্রে জেলা প্রশাসক বরাবরে পূর্ণাঙ্গ বিবরণসহ আবেদন করতে হবে। |
||||||
অর্পিত সম্পত্তি বন্দোবসত্ম গ্রহণ |
অর্পিত সম্পত্তি নবায়নের জন্য উপজেলা নির্বাহী অফিসার এবং পৌর এলাকা ক্ষেত্রে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরাবর পূর্ণাঙ্গ বিবরণসহ ১০/- টাকা মূল্যমানের কোর্ট ফি সহ আবেদন করতে হবে। |
আবেদন ফিস ১০/- |
৭দিন |
১৫ দিন |
উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), কানুনগো, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, ভিপি সহকারী |
জেলা প্রশাসক বরাবর। |
রেকর্ড সংশোধন হাল করণ |
নামজারী, জমাভাগ, জমাএকত্রিকরণের আদেশ পাওয়ার পর সংশিস্নষ্ট ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে ডি.সি.আর দাখিলা ও খতিয়ান কপি সংগ্রহ করতে হবে। |
খতিয়ান ফি- ২৫/- প্রসেসিং ফি- ১২.৫০ |
৩ দিন |
৭দিন |
ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা |
সহকারী কমিশনার (ভূমি) বরাবর। |
ভূমি উন্নয়ন কর পরিষদ |
সংশিস্নষ্ট ভূমি অফিসে গিয়ে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হবে |
১। ২৫ বিঘা পর্যমত্ম মওকুফ। ২। ২৫-৩০ বিঘা ০.৫০ টাকা। ৩। ৩০ বিঘা তদুর্ধ ১.০০ টাকা। ৪। আবাসিক (পাকা) ৫.০০ টাকা। ৫। পৌর এলাকা ৭.০০ টাকা ৬। বাণিজ্যিক হলে- ১৫/- টাকা ৭। পৌর এলাকা- ২২/- |
|
|
· বিলম্বে মিউটেশন করার মিউটেশন না করার ফলাফলঃ ভূমি উন্নয়ন কর আদায় ও প্রদানের জটিলতা সৃষ্টি হয়। বকেয়া কর আদায়ের জন্য সার্টিফিকেট কেস হয়। এই কেস ফয়সালা না হওয়া পর্যমত্ম নামজারী সম্ভব নয়, ফলে নামজারী আরো বিলম্বিত হয়, সঠিকভাবে ভূমি সংক্রামত্ম বিবরণ পাওয়া যায় না। জমি ক্রয় বিক্রয়ে জটিলতা সৃষ্টি হয়।
· কৃষি খাসজমি বন্দোবসত্ম ও প্রাপ্তির বিষয়াবলীঃ কৃষি খসিজমি ব্যবস্থাপনা ও বন্দোবসত্ম নীতিমালা অনুযায়ী দেশের সকল মেট্রোপলিটন ও পৌর এলাকা এবং সকল জেলা/ উপজেলা সদর এলাকা ভূক্ত সকল প্রকার জমি ব্যতিত এর বাহির অবস্থিত কৃষিযোগ্য সকল খাস জমি হিসেবে বিবেচিত। কৃষি খাস জমি ভূমিহীন পরিবারের মধ্যে বিনামূল্যে দেওয়া হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস